Abhishek Banerjee in Japan: ভারতের সাংসদ প্রতিনিধিদের ঐতিহাসিক যাত্রা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন ভূমিকায় তৃণমূলের কূটনৈতিক জয়

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ব দরবারে ভারতের অবস্থান জোরদার করতে পাকিস্তান-সমর্থিত (Pakistan) সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক অভিনব কূটনৈতিক প্রচার শুরু করেছে ভারত। এই প্রচারের প্রথম ধাপ হিসেবে জাপানে (Japan) পৌঁছেছে ভারতের সর্বদলীয় সাংসদ প্রতিনিধিদল। নয় সদস্যের এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Japan)।

আরও পড়ুন: Aishwarya Rai: কান-এর লাল গালিচায় ‘সিঁদুরে বার্তা’, অপারেশন সিঁদুরকে সম্মান জানালেন ঐশ্বর্য

জাপানে (Japan) পা দিয়েই টোকিওর গান্ধী মূর্তিতে Gandhi statue) মাল্যদান করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর ভারতের রাষ্ট্রদূত সি.বি. জর্জের (C.B. George) সঙ্গে সাক্ষাতে অংশ নেন তাঁরা। বৈঠকে ভারতের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয় পহেলগাঁও হামলা (Pahalgam Terror Attack) এবং ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রেক্ষাপটে দেশের অবস্থান। রাষ্ট্রদূত জানান, “জাপান পহেলগাঁও হামলার পর প্রথম দিককার সহানুভূতিশীল দেশগুলোর মধ্যে অন্যতম। ভবিষ্যতেও জাপানের সহযোগিতা আমরা আশাবাদী।”

এই প্রতিনিধিদলের (Abhishek Banerjee in Japan) পরবর্তী গন্তব্য—সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রতিটি দেশে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে তারা একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।

আরও পড়ুন: Sukanta Majumdar : দুই ভোটার কেন্দ্রে রয়েছে স্ত্রী নাম, যা বললেন সুকান্ত সুকান্ত মজুমদার

প্রতিনিধিদলের সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee in Japan) অন্তর্ভুক্তি ঘিরে তৃণমূল শিবিরে দেখা দিয়েছে আত্মবিশ্বাস। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত সাতটি প্রতিনিধি দলে একমাত্র সদস্য পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে কথোপকথনের পরই মমতা অভিষেকের নাম প্রস্তাব করেন এবং তা কেন্দ্র গ্রহণ করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT