S Jaishankar: “ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষ নয়, কাজ করেছে বাস্তবতা,” জানালেন এস. জয়শংকর

দেশ

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকর (S Jaishankar) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত-পাকিস্তান (India Pakistan) সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষ, বিশেষ করে আমেরিকার, কোনও কার্যকর ভূমিকা ছিল না। তার (S Jaishankar) মতে, পাকিস্তানের তরফ থেকেই আক্রমণ বন্ধ করার প্রস্তাব আসে এবং ভারত সেই অনুরোধকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

আরও পড়ুন: India Pakistan Ceasefire : ট্রাম্পের দাবি নস্যাৎ! বাণিজ্য নিয়ে কোনও কথাই হয়নি আমেরিকার সঙ্গে

জয়শংকর (S Jaishankar) বলেন, “পাক সেনাবাহিনীর তরফ থেকে বার্তা আসে যে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। আমরা সেই বার্তার উত্তর দিয়েছি আমাদের মতো করে।” এই প্রসঙ্গে তিনি যুক্ত করেন, “আমেরিকা (America) তাদের জায়গাতেই ছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) কেবল আমাদের সঙ্গে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্বেগ জানাতে যোগাযোগ করেছিলেন। মধ্যস্থতা নয়, ছিল কেবল মত বিনিময়।”

উল্লেখ্য, ৬ মে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপর পাকিস্তানের একাধিক পাল্টা আক্রমণের প্রচেষ্টা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ব্যর্থ হয়। পরিস্থিতি চরমে ওঠায় পাকিস্তানই সংঘর্ষ থামাতে আগ্রহ প্রকাশ করে এবং ১০ মে একটি যৌথ সিদ্ধান্তে সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিকবার দাবি করেছেন, তারই চাপে ভারত ও পাকিস্তান (India Pakistan) এই সিদ্ধান্তে পৌঁছেছে, নয়াদিল্লি এতদিন সরাসরি সেই দাবি খারিজ করেনি। তবে এবার বিদেশমন্ত্রীর স্পষ্ট ভাষায় বার্তা, ভারত-পাকিস্তান (India Pakistan) দ্বিপাক্ষিক ইস্যুতে তৃতীয় পক্ষের জায়গা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি বলেন, “এ অঞ্চলের সংকট সমাধানের জন্য আমাদের নিজস্ব উপায়েই পথ খুঁজতে হবে। বাহিরের কোনও শক্তির উপর নির্ভর করে ভারত চলে না।” এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো ভারতের আত্মনির্ভর কূটনীতির দৃঢ় অবস্থান।