নিউজ পোল ব্যুরো: সনামধন্য অভিনেতা আমির খান (Amir Khan)। অভিনয় জগতে তার দীর্ঘ কর্মজীবন। আমিরের শেষ ছবি ‘লাল সিংহ চড্ডা’ (Lal Singh Chadda) বক্স অফিসে অসফল। তার পর দীর্ঘ দিন বলিউড থেকে দূরে ছিলেন তিনি। আবার বর্তমানে ‘সিতারে জ়মিন পর’ (Sitare zameen par) ছবির মাধ্যমে আবারো বলিউডে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন আমির। তাঁর আসন্ন ছবি নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে।
আরও পড়ুন: Ajay Kumar: প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমার নির্বাচিত হলেন UPSC-র নতুন চেয়ারম্যান।
তার ছবি নিষিদ্ধ করার প্রথম কারণ, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তিনি। এবং কি কারণে আমিরের (Amir Khan) এরকম আচরন ? এর বেশ কিছুদিন পরে অবশ্য মুখ খুলেছিলেন তিনি। কিন্তু তার পরেও ক্ষোভে ফেটে পড়েছিলেন নেট পাড়ার বাসিন্দারা। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিলম্বিত প্রতিক্রিয়া। এই দুইয়ের জেরে আমির খানের (Amir Khan) উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। আমির খান নিজে অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর হয়ে মুখ খুললেন আরেক সনামধন্য অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)।
সেই ক্ষোভে নেটদুনিয়ায় ঝড় ওঠে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবির। তবে এই ছবি তোলা হয়েছিল ২০১৭ সালে। সেই সময়ে তুরস্কে গিয়েছিলেন আমির। পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।
তুরস্কে আমিরের ছবি প্রসঙ্গে সুনীল বলেন, “মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটাই গুরুত্বপূর্ণ। বড় কোনও অনুষ্ঠানে গেলে, কারও মাথায় থাকে না, কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহঙ্কারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।”
এই প্রসঙ্গে সুনীল শেট্টি সাক্ষাৎকারে (Interview) বলেছেন, “সবাই বলিউডের পিছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোথা থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটা সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT