নিউজ পোল ব্যুরোঃ গোটা বিশ্বজুরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস (Covid)। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এটাই নতুন করে স্বাস্থ্য নিয়ে বৃদ্ধি করছে চিন্তা। করোনা যে কতটা ভয়ঙ্কর তা দেখেছে গোটা বিশ্ব। কেড়েছে লক্ষাধিক মানুষের প্রাণ। তাই এই ভাইরাসের নতুন করে মাথাচাড়া দেওয়ার খবরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লি, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হাসপাতালগুলিকে সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে চলতি মাসে নতুন করে আক্রান্তের খবর মিলছে। রাজধানী দিল্লিতে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৩ জন রিপোর্ট করা হয়েছে। তথ্য অনুযায়ী বর্তমানে দেশে করোনায় আক্রান্ত মোট ৩১২ জন। নতুন করে আক্রান্তের খবর মিলতেই রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন। এমনকি সমস্ত হাসপাতালগুলিকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে দিল্লির সরকার। অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও প্রস্তুত রাখা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় করোনা কেসের বৃদ্ধি সম্ভবত JN.1 রূপের (ওমিক্রনের একটি উপ-রূপ) বিস্তারের কারণে। বিশেষজ্ঞরা বলেছেন যে রূপটি বেশ “সক্রিয়” হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও এটিকে “উদ্বেগের রূপ” হিসাবে শ্রেণীবদ্ধ করেনি। যার লক্ষণগুলি সাধারণত হালকা হয় এবং আক্রান্তরা চার দিনের মধ্যে সেরে ওঠে। কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি।
আরও পড়ুনঃ
দিল্লি-এনসিআর শহর যেমন নয়ডা এবং গাজিয়াবাদেও করোনা ভাইরাসে (Covid) আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মে মাসে ২৭৩ জন কোভিডে সংক্রামিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সমস্ত জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাজ্য হাসপাতালগুলিতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে এবং কাশির লক্ষণযুক্ত ব্যক্তিদের মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে। প্রতিবেশী কর্ণাটকেও আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে, ৩৫ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,“আমরা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি এবং আমরা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি দল গঠন করেছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT