নিউজ পোল ব্যুরো:রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর, ভারতের প্রতিশোধ হিসেবে পরিচালিত এই সফল অভিযানের ফলে দেশবাসীর মধ্যে গর্ব এবং ঐক্যের অনুভূতি তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই অভিযান সম্পূর্ণ দেশীয় অস্ত্র, কৌশল ও প্রযুক্তির সাহায্যে সফল হয়েছে। এতে স্পষ্ট হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং দেশের আত্মনির্ভরতার উন্নতি। তিনি বলেন, “সীমান্তের ওপারে থাকা জঙ্গিঘাঁটিগুলোকে ভারতীয় বাহিনী নিখুঁত পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে ধ্বংস করেছে।” একই সঙ্গে, মোদী এই অভিযানকে ভারতের দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন যা দেশের দেশপ্রেমকে তিরঙ্গার রঙে রাঙিয়েছে।
‘অপারেশন সিঁদুর’ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও কড়া অবস্থানের প্রতিফলন। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। যদিও এর পর সীমান্তবর্তী এলাকায় কিছু সময় উত্তেজনা বাড়লেও, বর্তমানে সেখানে যুদ্ধবিরতি বজায় রয়েছে। মোদী এই সাফল্যের জন্য ভারতীয় সেনা ও দেশবাসীকে অভিনন্দন জানান এবং বলেন, এটি দেশের একতা ও শক্তির প্রতীক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিশেষভাবে দেশীয় অস্ত্র ও প্রযুক্তির ওপর জোর দেন। তিনি বলেন, “দেশীয় পণ্যের ব্যবহারে সফলতা আমাদের জন্য গর্বের বিষয় এবং এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশবাসীকে আরও একত্রিত করেছে।” তাছাড়া, মোদী মনে করিয়ে দেন যে এই অভিযান আন্তর্জাতিকভাবে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট হয় যে ভারত শুধুমাত্র সামরিকভাবে নয়, মানসিকভাবেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অটল। পহেলগাঁও হামলার মতো বর্বরোচিত ঘটনার পরও ভারত তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বরং সন্ত্রাস দমনে নিজের অবস্থান শক্ত করেছে। মোদী দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যুবসমাজকে দেশীয় প্রযুক্তি ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।