নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- এক মাসের মধ্যে শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। তার আগেই হাজরা পার্ক হকার মুক্ত করছে কলকাতা পুরসভা। যে সমস্ত হকাররা এতদিন সেখানে হকারি করতেন তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। শুক্রবার এ নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন সহ অনেকেই। এই বৈঠকে আগামী এক মাসের মধ্যে হকারদের কালীঘাট মন্দির চত্বর ছাড়তে বলা হয়েছে, যদিও হকারদের তরফে এক মাস সময় বেশি চাওয়া হয়েছে। সেক্ষেত্রে দুমাসের মধ্যে মন্দির চত্বর থাকা বৈধ হকার দের তালিকা তৈরী করতে বলা হয়েছে। তার আগে হাজরা পার্ক ফাঁকা করে দিতে বলা হয়েছে হকার দের। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই চত্বরে যারা বৈধ হকাররা রয়েছেন তাদের তালিকা তৈরী করতে বলা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।তার জন্য কালীঘাট স্কাইওয়াক এর কাছাকাছি একটা মার্কেট তৈরী করা হবে। যেখানে হকার দের পূর্ণবাসন দেওয়া হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।