নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অপমান সূচক কথা বলার অপরাধে অভিযুক্তদের মামলায় সিটের হাতে তদন্তের ভার দিয়েছিল সুপ্রীম কোর্ট। কিন্তু আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্টে সিটের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয় তা গ্রহণ করলো না আদালত। উল্টে আগামী এক সপ্তাহের মধ্যে সিটের কাছে ফের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অপমান সূচক কথা বলার অপরাধে অভিযুক্ত রেবেকা খাতুন সহ কয়েকজনকে হেফাজতে অত্যাচার করেছে পুলিশ এই অভিযোগের মামলায় তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি খারিজ করে দেয় দেশের শির্ষ আদালত। তার বদলে রাজ্য পুলিশের বিশেষ দল সিট গঠন করার নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট।
সেই মর্মে আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলাটিতে রিপোর্ট জমা দিয়েছেন যে অফিসার তিনি সিটের সদস্য নয় বলে তাই তাঁর রিপোর্ট গ্রহণ করলো না কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গকান্ত এর ডিভিশন বেঞ্চ। তার বদলে তাঁরা নতুন করে সিটের কাছে রিপোর্ট তলব করেছেন। এর জন্য এক সপ্তাহ সময় দিয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যেই সিটকে রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের।