কলকাতায় ভুটিয়া দের শীতবস্ত্রের পসরা

breakingnews কলকাতা রাজ্য সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শীত বাড়তে শুরু করলে গরম কাপড়ের চাহিদা বেড়ে যায়। নতুন ধরনের শীতের পোশাক বেচাকেনা করতে কলকাতায় আসে বিভিন্ন রাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা।

মধ্য কলকাতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ওয়েলিংটনে স্কোয়ারের আশেপাশের বসে শীতের পোশাকের পসরা বসেছে। নানা ডিজাইনের শীতের পোশাক পাওয়া যায় এখানে। স্বনামধন্য ডঃ বিধান চন্দ্র রায়ের বাড়ির পাশেই রয়েছে এই বাজার।এখানে সড়কের ফুটপাতের পাশে অস্থায়ী দোকান নিয়ে বসেছে নেপালি, ভুটানি সহ হিমাচল প্রদেশ, কাশ্মীরের মতো শীতপ্রধান দেশ থেকে আসা ব্যবসায়ীরা।

বিভিন্ন দেশ থেকে ওয়েলিংটনে স্কোয়ারে এসে যারা শীতবস্ত্র বিক্রি করেন তাঁরা ‘ভুটিয়া’ নামে পরিচিত। আর যে জায়গায় এই বাজার বসে সেটি ‘ভুটিয়া বাজার’ নামে পরিচিত।কলকাতায় রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শৈত্যপ্রবাহ। শীতের সকালে শরীরে হালকা কাঁপুনি ধরে। এর মধ্যেই জমে ওঠে ‘ভুটিয়া বাজার’।

ভুটিয়া দের বানানো শীতের বস্ত্রও বিশেষ প্রসিদ্ধ কলকাতার মানুষদের কাছে। উল, চামড়া, নানা ধরনের সোয়েটার,জ্যাকেট, শাল, উলের টুপি, মাফলার প্রভৃতি সামগ্রী বিক্রি করে ভুটিয়ারা।ভুটিয়া দের সাথে কথা বলে জানা গেছে তাঁরা অত্যন্ত ভালোবাসে এই কলকাতা শহরটিকে সেই টানে তাঁরা কলকাতায় শীতের পোশাক বিক্রি করতে আসেন। শীতের কয়েকটা মাস তাঁদের বেশ বেচাকেনা হয়, পুরো মৌসুমের আয় নিয়ে তাদের সংসার চলে।

তথ্য সূত্রে খবর অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশ জাকিয়ে শীত পড়বে। শীত বাড়ার সাথে সাথে ভুটিয়া দের রোজগারও বেড়ে যায়। শীতের শেষে তাঁরা আবার নিজেদের বাসস্থানে ফিরে যায়। ভুটিয়ারা যুগ যুগ ধরে এখানে এসে ব্যবসা করে আসছে। আর এখানকার মানুষেরা তাঁদের সাদরে গ্রহণ করে আসছেন।