নিম্নচাপই আটকে দিল ঠান্ডার এই স্পেলকে

আবহাওয়া জেলা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- একটা নিম্নচাপের কারণে সব ছন্দটাই কেটে গেল| বেশ ভালোরকম ঠান্ডা পড়ে গিয়েছিল রাজ্য়ে কিন্তু বাধ সাধল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবেই এবার আবহাওয়াতেও পরিবর্তন। সোমবার থেকেই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। প্রায় তিন ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে শীতের আমেজটা বজায় থাকবে।

পাশাপাশি শৈত্যপ্রাহের কোনও সতর্কতা নেই কোনও জেলার জন্য। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন থেকে চারদিন গোটা রাজ্যে তাপমাত্রা কম থাকবে। অন্য়দিকে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবং কুয়াশা না থাকায় আকাশ মূলতঃ পরিস্কার থাকবে। তবে উত্তরবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং কোথাও কোনও সতর্কতা নেই আর কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায়।