নিম্ন আদালতে পর এবার হাইকোর্টে বিকাশ মিশ্র

অপরাধ আইন কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- জামিনের আবেদন নিয়ে এবার হাইকোর্টে মামলা বিকাশের।
২০ দিনের বেশি হয়ে গেলেও নিম্ন আদালতে ভিক্টিমের গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করছে না পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলা ভিত্তিহীন।
আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা।

কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র এবার জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। পুলিশ সূত্রের খবর, বিকাশের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল। তাতে বলা হয়, তিনি ওই নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি তাঁর মাকে মারধরও করেন বিকাশ| এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারে অভিযুক্ত, বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। রবিবার তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিকাশকে এদিন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে এক দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। আদালত থেকে বেরোনোর পথে বিকাশ অবশ্য দাবি করেন, পুরোটাই চক্রান্ত। তাঁকে প্রাণে মারার পরিকল্পনা করা হচ্ছে।
তার পর নিম্ন আদালতের কাছে বহুবার জামিনের আবেদন করেছেন বিকাশ। নিম্ন আদালতে জামিন পাননি বিকাশ। সেই কারণে কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন বিকাশ মিশ্রের|