এবার কলকাতা হাই কোর্টের নিয়োগেও দুর্নীতি

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- বাকি ছিল এটাই, অন্য সব জায়গায় হয়ে গিয়েছে।
রেশন, স্বাস্থ্য, শিক্ষায় দুর্নীতির পর এবার কলকাতা হাই কোর্টেই নিয়োগ নিয়ে দুর্নীতি। স্বতঃপ্রণোদিত মামলার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এক কোর্ট অফিসার! মামলার আবেদন শুনেই রীতিমতো অবাক প্রধান বিচারপতি। বলেই উঠলেন, ‘কী বলছেন আপনারা?’

দুর্নীতির অভিযোগ থেকে বাদ গেল না কলকাতা হাই কোর্টও, এবার কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার নিয়োগ সংক্রান্ত পরীক্ষাতেও উঠল স্বজন-পোষণের অভিযোগ। মঙ্গলবার এই অভিযোগ নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার। কলকাতা হাই কোর্টের নিয়োগে স্থগিতাদেশ চেয়ে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি কে এক কোর্ট অফিসার। ওই কোর্ট অফিসারের অভিযোগ হাই কোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য এরই মধ্যে চারবার পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানেও ধরা পড়েছে ব্যাপক দুর্নীতির ছবি।

চিঠিতে লেখা আছে –
গোটা বিষয়টিকে ‘প্রহসন ও প্রতারণা’ বলেই বর্ণনা করেছেন ওই অফিসার। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার নিয়োগ করা হচ্ছে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে। এক্ষেত্রে মেধা কোন গুরুত্ব পাচ্ছে না। এইভাবে এরই মধ্যে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ১০ জনকে নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাই এবছরের মতো এই পরীক্ষার স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ওই কোর্ট অফিসার।