নিউজ পোল ব্যুরো: ১০০ বছর আগে প্রথম দমদমের মাটিতে নেমেছিল উড়োজাহাজ। ১০০ বছর স্মৃতিকেই আগলে রেখে উদযাপন হতে চলেছে কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ৷
ইতিহাস ঘেঁটে জানা যায়, ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালের ২ মে রয়্যাল এয়ারফোর্সের এক ফরাসি পাইলট বিমান নিয়ে প্রথম অবতরণ করেন কলকাতায়। এর তিনদিন বাদে আরও একটি বিমান আসে আগ্রা থেকে কলকাতায়। এবার সেই ইতিহাসের উদযাপন করতে চলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
আর তাই চলতি মাসের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠানটি করার পরিকল্পনা করা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। যে অনুষ্ঠানে কেন্দ্রিয় মন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷
জন্মদিন উদযাপনে কলকাতা বিমানবন্দরের ইতিহাস তুলে ধরে প্রদর্শনী, সেমিনার, সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাক্ষর অভিযান-সহ একাধিক কর্মসূচির কথা ভাবা হয়েছে ৷১৯৯৫ সালে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করা হয়, এর আগে দমদম বিমানবন্দর নামেই পরিচিত ছিল এই বিমানবন্দর। ১,৬৪১ একর এলাকা জুড়ে বিস্তৃত এই কলকাতা বিমানবন্দর দেশের পূর্ব অংশের বিমান পরিবহনের বৃহত্তম কেন্দ্র।
এই বিমানবন্দর ব্যবহার করে প্রতিবছর লক্ষাধিক যাত্রী নানা গন্তব্যে পৌঁছে যান ৷ শতবর্ষ উদযাপনে তাই বদলাচ্ছে কলকাতা এয়ারপোর্টের রানওয়ের লাইট। বসানো হচ্ছে এলইডি, কলকাতা এয়ারপোর্টে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল, এছাড়াও শতবর্ষ উপলক্ষে যাত্রী স্বাচ্ছন্দের জন্যে আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে ৷