সিবিআইয়ে আস্থা নেই, হাই কোর্টের দ্বারস্থ আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা

breakingnews অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  সিবিআই তদন্তে আস্থা হারিয়ে এবার নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা-মা। কলকাতা হাই কোর্টের মামলা করতে চান আরজি কর ধর্ষিতার পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করে সোমবার ফের আবেদন করার পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে আজ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা – মা। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। কারণ, এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। এরই মধ্যে ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন।

আরজি করের বাবা-মার দায়ের করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা সাক্ষ্য গ্রহণ সন্তুষ্ট নন?
তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না। সুপ্রীম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে। আমি দেখব ভিক্টিমের বাবা মা যা বলছেন সেটা নিয়ে। তদন্তের অগ্রগতি কী? চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কী হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা তা জানাবে সিবিআই। আগামী ২৪ ডিসেম্বর পরবর্তী শুনানি।

রাজদীপ মজুমদার সিবিআইয়ের আইনজীবী বলেন, আমাদের অগ্রগতি জমা দিতে সমস্যা নেই। সুপ্রীম কোর্টে ১৭ মার্চ শুনানি।

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, কোনও বিশেষ সাক্ষী নিয়ে নয়। পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য আছে। আমরা বলছি যে জায়গাগুলি তদন্ত হয়নি তা নিয়ে তদন্ত করা হোক।