নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি কলকাতায় বিভিন্ন রুটের মেট্রো পরিষেবা সুবিধা বাড়িয়েছে যাত্রীদের। সুবিধার পাশাপাশি কিছু মেট্রো স্টেশনে যাত্রীদের অভাব লক্ষ্য করা গিয়েছে। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো সর্বদাই যাত্রী পরিপূর্ণ থাকে। কিন্তু শহরের আরেক প্রান্তের মেট্রো রুট জোকা- মাঝেরহাট এবং নিউ গড়িয়া- রুবি মেট্রো পথের একাধিক স্টেশনে আগেই বুকিং কাউন্টার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো।
ইস্ট ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল স্টেশনটিতে বৃহস্পতিবার থেকে বুকিং কাউন্টার উঠে যাচ্ছে। মেট্রো স্টেশনগুলিতে যাত্রীর সংখ্যা অনেক কম। এই যুক্তি দেখিয়ে এরই মধ্যে মেট্রো কর্তৃপক্ষ জোকা মাঝেরহাট ও নিউ গড়িয়া রুবি মিলিয়ে কম-বেশি ৬টি স্টেশনে বুকিং কাউন্টার তুলে দিয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার পথে বেঙ্গল কেমিক্যাল স্টেশনে যাত্রী দেখা যায় না বললেই চলে। টোকেন, স্মার্ট কার্ড কেনার জন্য ওই স্টেশনে যাত্রীরা এবার থেকে শুধুই যন্ত্র-নির্ভর ব্যবস্থার সাহায্যই পাবেন।কিছুদিন আগেই মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন বুকিং কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেই বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরপুকুর ও বেহালা বাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল পাইলট প্রকল্প হিসেবে গত ১ আগস্ট থেকে শহরের তিনটি মেট্রো স্টেশনে থাকছে না কোনও টিকিট কাউন্টার। এই তিন স্টেশনের মধ্যে রয়েছে পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন।