নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- এবার গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখবে ইসরো এবং নাসা। বর্তমানে যে পরিস্থিতি তার প্রেক্ষেতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঘটনার প্রেক্ষিত যে পরিস্থিতি তৈরি করেছে তাতে করে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে এই রাজ্যে বাংলাদেশের লোকেরা ঢুকে পড়তে পারে তার ফলেই আগে থাকতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ইসরো এবং নাসার কাছে জিপিএসের মাধ্যমে নজরদারি করার অনুরোধ জানিয়েছেন। এখন এই জিপিএস ট্র্যাকিং করতে গেলে এই ক্ষেত্রে ইসরোর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ক’দিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে যে জরুরী বৈঠক ডেকেছিলেন সেখানেই তিনি এই উষ্মা প্রকাশ করেছিলেন। পাশাপাশি গঙ্গাসাগর মেলা প্রতিবছরের মতোই এবারও হবে কিন্তু এবার নিরাপত্তার কড়াকড়ি যে পর্যায়ে থাকবে তার একটা ধারণা মোটামুটি ভাবে তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিশেষ করে গোটা রাজ্যজুড়েই গঙ্গাসাগর মেলার সময় কড়া নিরাপত্তা থাকবে। কিন্তু গঙ্গাসাগরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত এখন থেকেই নেওয়া হয়েছে। তার কারণ, যেভাবে দিনের পর দিন নাশকতামূলক কাজকর্ম বেড়ে চলেছে তারজন্য এখন থেকেই কড়া নজরদারির দরকার। ফলে গঙ্গাসাগর মেলার সময় যাতে কোনরকম অসুবিধা না হয় তাই এখন থেকেই তার প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য প্রশাসন।
এখন দেখার বিষয় একটাই,যে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ইসরো কতটা এগিয়ে আসে জিপিএস ট্র্যাকিংয়ের এই গুরুত্বপূর্ণ কাজ করতে।