বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন!

অপরাধ রাজ্য

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নৃশংসভাবে খুন হলেন এক যুবক। মৃত যুবকের নাম রমেশ মুদালিয়া। ঘটনায় যুবকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির দেবানন্দপুর দক্ষিণ নলডাঙা সৃজন পল্লীতে।
স্থানীয় সূত্রে খবর, মাদক মামলায় জেল বন্দি ছিলেন রমেশ। মাস দেড়েক আগে ছাড়া পায়। স্ত্রীর সঙ্গে অন্য যুবকের সম্পর্ক নিয়ে অশান্তি হত। গতকালও এই নিয়ে বচসা হয়। আজ শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক মহিলা দেখতে পান একটা ফাঁকা জায়গায় এক যুবকের অচৈতন্য দেহ পরে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।


মৃতের ভাই উমেশ মুদালিয়া জানান, ’১০ বছর আগে দাদার বিয়ে হয়েছিল। বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে অশান্তি হত। লোক দিয়ে দাদাকে খুন করানো হয়েছে।’ অন্যদিকে, মৃতের সৎ মা নাগরানী মুদালিয়া বলেন, ‘বৌমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। ওই রমেশকে খুন করিয়েছে।’
স্থানীয় বাসিন্দা গৌর সামন্ত বলেন, ‘সকালে মৃতদেহ পরে থাকতে দেখা যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।’ দোষীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি এলাকাবাসীর।