সাংবাদিককে শ্লীলতাহানির তদন্তে ৬মাসের জন্য সাসপেন্ড তন্ময়! তোড়জোড় সিপিএমের

breakingnews অপরাধ কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত শেষ হতে না হতেই উঠেছিল সাসপেনশন। রিপোর্টের ভিত্তিতে এবার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার জন্য উঠে পড়ে লেগেছে দল। জানা গেছে, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর পার্টির রাজ্য কমিটির বৈঠকে পেশ করা হবে এই সিদ্ধান্ত। তারপর কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে বলে খবর। তন্ময়কে পরবর্তীতে আর কোনও সতর্কবার্তা দেওয়া হবে কি না তা নির্ভর করছে সিপিআইএমের রাজ্য কমিটির সিদ্ধান্তের ওপর।

ঘটনার সূত্রপাত হয় গত ২৭ অক্টোবর। ওই দিন ফেসবুকের একটি পোস্টে এক মহিলা সাংবাদিক তন্ময়বাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি বরাহনগর থানায় নির্যাতিতা লিখিত অভিযোগও দায়ের করেন। ভারতীয় নাগরিক সুরক্ষার ৪৮২ (২) নং ধারায় মামলা রুজু হয়। অভিযোগ ওঠা মাত্রই সিপিআইএম দল থেকে সাসপেন্ড করা হয় তন্ময়কে। কিছুদিন আগেই তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল দলের তরফে। পরবর্তীতে গত ১৫ ডিসেম্বর রবিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘তদন্ত চলাকালীন কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার পর সাসপেনশন তুলে নেওয়া হয়।’ তবে রিপোর্ট সংক্রান্ত বিষয়ে তিনি মুখ খোলেননি তখনও। আরও জানা গিয়েছে, রিপোর্টের ভিত্তিতে এবার শাস্তির মুখে পড়তে চলেছেন বর্ষীয়ান এই বামনেতা।

এখনও মহিলা সাংবাদিকের অভিযোগের কোনও প্রমাণ সে অর্থে না মিললেও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠেছে আগেও। সবদিক খতিয়ে দেখে পেশ করা রিপোর্টের ভিত্তিতে অশালীন ও অভব্য আচরণের জন্য তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। উল্লেখ্য, এর মধ্যেই ১৭ ডিসেম্বর মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিয়েছিলেন তন্ময়। এদিকে, মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট।