অভিনব উদ্যোগে এগিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন

কলকাতা জেলা রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি: এসএসসির উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের মধ্যে বড় খবর দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সপ্তম এসএলএসটি অনুযায়ী ১৭২৯ পদে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনলাইনে। এই https://www.wbmsc.com/ ওয়েবসাইটটির সাহায্যে ফল দেখা যাবে। প্রাথমিকে ৪৭, উচ্চ প্রাথমিকের ৬০৯, মাধ্যমিক স্তরে ৮১১, উচ্চ মাধ্যমিক স্তরে ২৬২ শূন্যপদ রয়েছে। ফল প্রকাশের পর প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য মূল পর্বের পরীক্ষা হবে ২০২৫ এর জানুয়ারির প্রথম সপ্তাহে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগের ইন্টারভিউ শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই সঙ্গে গ্রুপ ‘ডি’-এর নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে কমিশন। সফল প্রার্থীদের রেকমেন্ডেশন বা অনুমোদন শীঘ্রই শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই প্রক্রিয়ার ফলে মাদ্রাসা অনুমদিত স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি কমবে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। আশা করা যাচ্ছে বিভিন্ন গ্রূপের শূন্য পদ নিয়োগের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নতির এক পথের সন্ধান পাওয়া যাবে।