সিবিআই হেফাজতে অনশনে কালীঘাটের কাকু!

breakingnews অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই। কিন্তু বিচারের দাবিতে চারদিন ধরে সিবিআই হেফাজতে থাকা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অনশন শুরু করেছেন। সিবিআইয়ের আইনজীবী সন্দীপ চৌধুরী জানিয়েছেন, সুজয় ভদ্র চারদিন ধরে অনশনে আছেন। বাড়ছে সুগারের লেভেল। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। অনশনে থাকলে সমস্যার সমাধান হবে না তিনিও জানেন। অনশন করে মেডিক্যাল এমার্জেন্সির চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে আর হেফাজতে রাখতে চাইছে না সিবিআই।

উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের অনুরোধে বিচারপতি কালীঘাটের কাকুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু এখন সুজয়কৃষ্ণ ভদ্রকে আর হেফাজতে রাখতে চান না বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী সন্দীপ চৌধুরী। আদালতের নির্দেশে গত চারদিন সিবিআই হেফাজতে ছিলেন কালীঘাটের কাকু। কিন্তু সিবিআই নিজেদের হেফাজতে আর রাখতে চাইছেন না কালীঘাটের কাকুকে এমনটাই আদালতে জানান হয়েছে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর ইডি মামলায় হাই কোর্টে জামিনের আবেদনের শুনানির শেষের পরেই জেল থেকে সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করতে চায়। ৬৩ বছরের বৃদ্ধ সুজয়কৃষ্ণবাবু খুবই অসুস্থ। এর আগে তাঁর বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছে। জেরা করেছে। এবার ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু সিবিআই হেফাজতেই তিনি বিচারের দাবিতে তিনি ‘অনশন’ করছেন বলেই সূত্রের খবর।