হোটেলের ঘরে মিলল তৃণমূল নেতার ঝুলন্ত দেহ নেপথ্যে রয়েছে কোন কাহিনী?

রাজনীতি রাজ্য


নিউজ পোল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: আমডাঙার তৃণমূল নেতা বান্ধবী সহ চারজন মিলে গিয়েছিলেন মন্দারমণি। উঠেছিলেন সেখানকার এক হোটেলে। এক রাত কাটার পরেই হোটেলের ঘর থেকে উদ্ধার হল তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ! খুন নাকি আত্মহত্যা? এই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে পুলিশ আটক করেছে তৃণমূল নেতার বান্ধবীকে। তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের মৃতের নাম আবুল নাসার(৩৪)। এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে শোরগোল শুরু হয়েছে।


আবুল নাসারের স্ত্রী আমডাঙা পঞ্চায়েতের উপপ্রধান। তিনি জানিয়েছেন, আত্মহত্যা নয়। খুন হয়েছেন তাঁর স্বামী। এই দাবি নিয়ে তিনি তদন্ত করতে আবেদন জানিয়েছেন মন্দারমণির কোস্টাল থানাকে। হোটেল কর্মীদের থেকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে তাঁরা ঝুলন্ত দেহ খুঁজে পাওয়া মাত্র স্থানীয় থানায় খবর দেয়। তাঁরা আরও জানান, যখন তাঁরা তৃণমূল নেতার এই দেহ খুঁজে পান তখন তাঁর ঘর ফাঁকাই ছিল। ঘরের ভিতর তাঁরা কাউকেই দেখতে পাননি।
আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, ‘তাঁর মৃত্যুতে দলের অনেক ক্ষতি হল। ঘটনার সময় সেখানে যারা উপস্থিত ছিল তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি মন্দারমণি ঘুরতেই এসেছিলেন। কিন্তু এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা? বা তাঁর মৃত্যুর আসল কারণ যত শীঘ্র সম্ভব পুলিশ বের করার চেষ্টা করছে।