গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি ৭২ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন গঙ্গাসাগর মেলতে আগত পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল শনিবার শিয়ালদহে এব্যাপারে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জন সমাগম ও তীর্থযাত্রীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২ টি বিশেষ ট্রেন চালানো হবে। এর জন্য যথাযথ সময় সে ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান হয়েছে। শিয়ালদা সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশন গুলিতে ” May I Help You ” বুথ খোলা হবে। এই বুথগুলোতে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর প্রদান করা হবে। জরুরী পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেডের ফোন নম্বরও সেখানে উল্লেখ করা হবে। একইসঙ্গে এখানে বিশেষ সুরক্ষা ব্যবস্থা হিসেবে আরপিএফ বাহিনীকে মোতায়েন করা হবে। এর পাশাপাশি সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকেও স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে। মেলা চলাকালীন প্রধান স্টেশন ও চারপাশের এলাকায় পরিষ্কার – পরিচ্ছন্নতা , পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে।

পূণ্যার্থীদের সুবিধায় কাকদ্বীপ ও নামখানায় ৫টি করে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪ ঘণ্টা অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে। কাকদ্বীপে ১৫ ও নামখানায় ৫ টি মোবাইল UPS এর ব্যবস্থা থাকবে। শিয়ালদা, কাকদ্বীপ ও নামখানায় সুসজ্জিত মেডিক্যাল বুথ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। ওভারহেড তারের কোনও সমস্যার জন্য বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহে টাওয়ার ওয়াগন প্রস্তুত থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।