নিউজ পোল ব্যুরো: কলকাতার বাইক দুর্ঘটনার ধারাবাহিকতা থামছে না। শহরের বিভিন্ন প্রান্তে প্রায়ই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তাৎক্ষণিক ভাবে আবারও এক যুবকের প্রাণ গেলো। ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতের আঁধারে বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে যুবকটি। মাথায় হেলমেট না থাকার কারণে গুরুতর আহত হন তিনি। তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়েছে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
কয়েকদিন আগেই সকালে মা উড়ালপুলে দুই বাইক বাহিনীর মৃত্যু ঘটে। দ্রুত গতিতে বাইক চালানো এবং ডিভাইডারে ধাক্কা মারার কারণে ঘটে এই দুর্ঘটনা। মৃত দুই যুবক বউবাজার এলাকার বাসিন্দা। দেড় মাস আগে উল্টোডাঙা এলাকায় দুটি বাসের রেষারেষির ফলে প্রাণ যায় এক খুদে স্কুল পড়ুয়ার। কলকাতায় দুর্ঘটনা রোধে পুলিস এবং পরিবহন দফতর নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নির্দেশে একগুচ্ছ সিদ্ধান্ত রূপায়ণের কথা বলা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনতা বৃদ্ধির পাঠ দেওয়া হচ্ছে।
কিন্তু ফলাফল? তবুও শহরে বাইক দুর্ঘটনার ধারাবাহিকতা থামছে না। হেলমেটবিহীন বাইক চালকদের সংখ্যা এখনও অনেক। গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা তারই প্রমাণ।