টাকার দাবিতে বাবা-মাকে মারধর, প্রতিবাদে কাউন্সিলরের মাথা ফাটাল ছেলে

রাজ্য

নিউজ পোল ব্যুরো, বারাকপুর: মদ্যপ এক ছেলে নিজের বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বারাকপুর অঞ্চলে। এমনকি, ঘটনাস্থলে পৌঁছে বাধা দিতে আসা এক তৃণমূল কাউন্সিলরকেও তিনি আক্রান্ত করেছেন।

জানা গেছে, বারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকর সরকার এবং তার স্ত্রী বন্দনা। তাদের ছেলে শুভঙ্কর নিয়মিত মদ্যপান করত এবং বাবা-মাকে টাকার জন্য হয়রান করত। রবিবার রাতেও একই ঘটনা ঘটে। শুভঙ্কর তার বাবা-মাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী। কিন্তু শুভঙ্কর তাকেও আক্রান্ত করে এবং তাঁর মাথা ফাটিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় জ্যোতি চক্রবর্তীকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার মাথায় বেশ কয়েকটি সেলাই করেছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী বলেন, “প্রায় রোজই এমন ঘটনা ঘটে। রবিবার রাতেও শুভঙ্কর মার্বেল নিয়ে অসুস্থ বাবা-মাকে মারতে চেয়েছিল। আমি বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হই।”

এই ঘটনার পর থেকে শংকর সরকার এবং তার স্ত্রী বন্দনা তাদের ছেলে শুভঙ্করকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। তারা শুভঙ্করের কঠোর শাস্তির দাবি করেছেন।