নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- একের পর এক| উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তাই বড়দিনে এবার আর সোয়েটার বা জ্যাকেট পড়তে হবে না বরং গা ঘামিয়েই কাটবে এবারের বড়দিন|
উধাও এবার বড়দিনের হাড় কাঁপানো ঠাণ্ডা, ঠাণ্ডার বদলে এবার উষ্ণতাই অনুভব করবে রাজ্যবাসী বছরের শেষলগ্নে| কারণ, আবার একটা ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে ফলে শীত বা ঠাণ্ডা একপ্রকার উধাও| তাই শীতের হিমেল বাতাসকে গায়ে মেখে প্রতিবারের মতো এবার আর শুধু বড়দিন কেন, বছরের শেষবেলাটা কাটাতে হবে সকলকেই|
তবে কেবলমাত্র দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও যে ভালোরকম বৃষ্টি হবে তা কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে| দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে আর বাকি উত্তরের জেলাগুলোতে শুষ্কতাই দেখা যাবে| তবে কুয়াশার দাপট থাকবে মালদা,উত্তর দিনাজপুর,কোচবিহার,জলপাইগুড়িতে| দক্ষিণবঙ্গেও থাকবে কুয়াশা যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই কুয়াশা কেটে গেলেও হাড় কাঁপানো ঠাণ্ডার দেখা মিলবে না বড়দিনে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর| তাই ঠাণ্ডা ছাড়াই এবার বড়দিনকে উপভোগ করতে হবে|