নিউজ পোল ব্যুরো :- তিনি দীর্ঘদিনের ফ্যান বিনোদ কাম্বলির,আর বিনোদ কাম্বলির এই খবর পেয়েই আর এক মিনিট সময় নষ্ট করেননি তিনি| নিজের হাসপাতালে মানে আকৃতি হাসপাতালের মালিক তিনি নিজেই এগিয়ে এলেন বিনোদ কাম্বলির পাশে দাঁড়াতে| নিজের হাসপাতালেই ভর্তি করলেন আর তারপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা সহ অন্যান্য অনেক ধরণের সমস্যা নিয়ে ভুগছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিনোদ কাম্বলি। বর্তমানে তিনি থানের আকৃতি হাসপাতালে ভর্তি রয়েছেন। কাম্বলি জানিয়েছেন যে তিনি গুরুতর মূত্র সংক্রমণের সমস্যায় ভুগছেন।
কিন্তু এরই মধ্যে নতুন করে আরেকটি রোগ বাসা বাঁধে তাঁর শরীরে।থানে জেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি কিছু প্রয়োজনীয় পরীক্ষা করাতে যান। আর সেখানেই তিনি জানতে পারেন তাঁর এই নতুন রোগের কথা। সব কিছু জানার পর এক অজানা ব্যক্তি তাঁকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। আকৃতি হাসপাতালের ডাঃ বিবেক ত্রিবেদী জানিয়েছেন নিয়মিত ভিনোদ কাম্বলির স্বাস্থ্য তারা পর্যবেক্ষণে রাখছেন। এর পাশাপাশি তিনি আরও বলেন হাসপাতালের ইনচার্জ এস সিং ভিনোদ কাম্বলিকে চিরকালের জন্য বিনামূল্যে চিকিৎসা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভিনোদ কাম্বলিকে তাঁর চিকিৎসা নিয়ে আর চিন্তা করতে হবে না। তিনি বিনামূল্যেই তাঁর সব চিকিৎসা করাতে পারবেন। চিকিৎসার পিছনে কোনো অর্থব্যয় তাঁকে করতে হবে না।
এর আগে কাম্বলির এমন অবস্থার কথা জেনে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপ দলের সঙ্গীদের সঙ্গে তাঁকে সাহায্য করার জন্যে এগিয়ে আসেন। তাঁকে রিহ্যাব যাওয়ার পরামর্শও তাঁরা দেন। পরে ভিনোদ কাম্বলি কপিল দেবের প্রস্তাব গ্রহণ করে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডাঃ ত্রিবেদী জানান কাম্বলি বর্তমানে মূত্রসংক্রমণ এবং খিঁচুনির সমস্যায় ভুগছেন। হাসপাতালে পরীক্ষা করার পর তাঁর মাথায় যে রক্ত জমেছে এই বিষয়টি স্পষ্ট হয়। আকৃতি হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে পরীক্ষার পর তাঁর এই সমস্যা ধরা পড়েছে। উল্লেখ্য, কাম্বলির এক ফ্যান আকৃতি হাসপাতালের মালিক হওয়ায় নিজের দায়িত্বেই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।