নিউজ পোল ব্যুরো: ‘মা’ ফ্লাইওভারের ওপরে বাইক চলাচলে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে লালবাজার। নিষেধাজ্ঞা বর্তমানে রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রযোজ্য। লালবাজার জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আরও এক ঘণ্টা বা সকাল ৭টা পর্যন্ত বাড়ানো যেতে পারে। দুর্ঘটনা রুখতে লালবাজার ট্রাফিক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।
মা-উড়ালপুলে বাইকআরোহীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত রবিবার সকাল ৭টায় মা উড়ালপুলে দুর্ঘটনায় দুই বাইকআরোহীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক-সহ দুই আরোহী উড়ালপুল থেকে নিচে পড়ে যান। জানা যায়, উড়ালপুলে রাতে বাইক রেসিং হত। রেসিং এড়াতে রাত ১০টা থেকে সকাল ৬টার পর্যন্ত বাইক চালানো নিষিদ্ধ।
একের পর এক বাইক দুর্ঘটনা চিন্তায় ফেলে দিচ্ছে প্রশাসনকে। পুলিশ কমিশনারের সঙ্গে ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠকে নয়া নিয়ম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ট্র্যাফিক পুলিশের এক কর্মকর্তার দাবি, ‘রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বড় উড়ালপুলগুলির উপরে গাড়ির চাপ তুলনায় কম থাকে। তাই বাইক–স্কুটি চালকদের একাংশ দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় তখনই।’ সেই কারণেই বাইক চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে।