নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ- মন্দিরতলায় সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে বলেন সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক প্লাটফর্ম। যারা সরকার দ্বারা শোষিত। প্রায় সাতশোদিন ধরে এরা লড়াই করছে। এই মঞ্চের সবাইকে ধন্যবাদ। এদের দাবী যুক্তিসঙ্গত। মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন সেটা এই লড়াইয়ের জন্য।তাই লড়াই থামাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনকে দিয়ে দমানোর চেষ্টা করেছেন। কিন্তু আদালত আছে।
ডি এ আপনাদের ন্যায্য অধিকার। আমরা আশাবাদী জয় সুনিশ্চিত। এরাজ্যে সবকিছুতেই দুর্নীতি হয়েছে। রেশন স্বাস্থ্য শিক্ষা আবাস সব কিছুতেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। পুলিশের প্রতি অবিচার হচ্ছে,তারাও ডি এ পাচ্ছেনা।
সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী ধর্না কর্মসূচীর শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মঞ্চ থেকে তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন।
শুভেন্দু অধ্কারী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তাঁরা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে ভোটের পাটিগণিতের বাইরে আমি সবসময় এদের পাশে থাকার চেষ্টা করেছি বিরোধী দলনেতা হিসেবে। আমি আমার দলের মতাদর্শ আন্দোলনকারীদের উপর কখনোই চাপিয়ে দিইনি। প্রত্যেক আন্দোলনকারীকে এই আন্দোলনের পাশে থেকে তাদের স্যালুট জানাই। সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল আপনারা আজ পাচ্ছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হোক। আমরা পাশে আছি। সবাই মিলে একসাথে লড়বো। আমরা জিতবই।