নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলুদ ট্যাক্সির অস্তিত্ব লোপ পেতে চলেছে! এই আশঙ্কা থেকেই কলকাতা বিমানবন্দরে এক অভিনব প্রতিবাদের আয়োজন করা হল। আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।দীর্ঘদিন ধরে হলুদ ট্যাক্সি চালকরা তাদের জীবিকার সংকট নিয়ে কণ্ঠ উঠিয়ে আসছেন। পুরানো ইঞ্জিনের কারণে ট্যাক্সিগুলি বাতিলের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে তাদের জীবন ও জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়ছে। তাই এই সমস্যার সমাধানের দাবিতে আজকের এই প্রতিবাদ।
বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে একত্রিত হয়ে সেবা দলের কর্মীরা হলুদ ট্যাক্সি বাঁচাতে সরব হয়ে ওঠেন। সান্তা ক্লজ সেজে এক কর্মী প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন। সেবা দলের দাবি, হলুদ ট্যাক্সি কলকাতার একটি ঐতিহ্য। তাই একে ‘হেরিটেজ ভেহিকল’ হিসাবে চিহ্নিত করা উচিত। ট্যাক্সিগুলির পুরানো ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন বসানোর মাধ্যমে এর আয়ু আরও ১০ বছর বাড়ানো যাবে।
প্রমদ পান্ডে, সেবা দল সভাপতি, এই প্রতিবাদে বলেন, “হলুদ ট্যাক্সি কেবল একটি যানবাহন নয়, এটি কলকাতার সংস্কৃতির অংশ। হাজার হাজার পরিবারের জীবিকা এই ট্যাক্সির উপর নির্ভরশীল। তাই আমরা চাই, হলুদ ট্যাক্সি বাঁচানোর জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক।”