হয়ে গেল ট্রলি রান,খুশি সকলেই

কলকাতা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি:- পয়লা বৈশাখের আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু হয়ে যাবে,এমনটাই ঈঙ্গিত মিলেছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। দীর্ঘ পাঁচ বছরের সংগ্রামের পর অবশেষে বউবাজার মেট্রো প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। সোমবার, বউবাজার সুড়ঙ্গে ট্রলি ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হল। খুশির হাওয়া মেট্রোর শীর্ষ আধিকারিক, কর্মী থেকে শুরু করে সকলের মধ্য়েই।

২০১৯ সাল থেকে বউবাজারে মেট্রো প্রকল্পটি বারবার বিপত্তির মুখে পড়েছিল। দুর্গাপিতুরী লেন ও স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল ধরেছিল, টানেলে জল ঢুকেছিল এবং মেট্রোর খননকারী যন্ত্র আটকে পড়েছিল। এই সমস্যাগুলি মেটাতে দীর্ঘদিনের প্রচেষ্টা চলেছিল। ২০২২ সালে দু’বার এই ধরনের ঘটনা ঘটেছিল, যার ফলে প্রকল্পটি আরও বিলম্বিত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অক্টোবর মাসে দেখা দেয় একই সমস্যা। এই ঘটনার দরুণ মেট্রোর কাজ কিছুদিন স্থগিত থাকে।

কিন্তু, সম্প্রতি এই সমস্ত জটিলতা দূর করে কেএমআরসিএল সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ করেছে। লাইন পাতার কাজও প্রায় শেষ। এছাড়া, বউবাজারে ২৬০ মিটার অংশে ভূতাত্ত্বিক পরীক্ষা করা হচ্ছে। বউবাজারের বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট বোজানোর কাজও শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, বউবাজারে আর কোনও ‘রিস্ক ফ্যাক্টর’ নেই। সুড়ঙ্গ সংক্রান্ত সব কাজ শেষ হয়েছে। এই সাফল্যের ফলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হওয়ার পথ প্রশস্ত হয়েছে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গোটা পথে সিগন্যালিং ব্যবস্থা যথাযথ করা হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারার পর যাত্রীবাহী মেট্রো চলাচল শুরু হবে। বউবাজার মেট্রো প্রকল্পের এই সাফল্য কলকাতাবাসীর জন্য একটি সুখবর। দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি নিয়ে অনেক অপেক্ষা ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে যাতায়াত সহজ হয়ে যাবে।