নিউজ পোল স্পোর্টস ব্যুরো, : কয়েক দিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। এবার ক্রিকেট জগতে খুশির খবর। বাবা হলেন ভারতীয় দলের অলরাউন্ডারের অক্ষর প্যাটেল। তাঁর স্ত্রী মেহা প্যাটেল ১৯ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সমাজমাধ্যমে পুত্রের নাম জানিয়েছেন অক্ষর এবং মেহা। গত ১৯ ডিসেম্বর বাবা হয়েছেন অক্ষর। পাঁচ দিন পর মঙ্গলবার ভক্তদের সেই সুখবর দিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার। সমাজমাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিশেষ ভাবে তৈরি ভারতীয় দলের জার্সি পরে রয়েছে অক্ষরের শিশুপুত্র। বাবা-মার হাত ধরে শুয়ে আছে সে। অক্ষর-মেহা তাঁদের পুত্রের নাম রেখেছেন হাকশ পটেল। ‘হাকশ’ এর অর্থ হল চোখ।
অক্ষর প্যাটেল এবং তাঁর স্ত্রী ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং বার্তায় লিখেছেন, ‘তিনি এখনও অফ সাইড লেগটি বুঝতে পারছেন, তবে আমরা তাঁকে নীল রঙে আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। বিশ্ব, ভারতীয় দলের সবচেয়ে ছোট ভক্তকে স্বাগত জানাই। সে ভক্ত এবং আমাদের হৃদয়ের সবচেয়ে বিশেষ অংশ হাকশ প্যাটেল তোমায় স্বাগত। ১৯-১২-২০২৪।’
২০২৩ সালের জানুয়ারিতে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের এক বছর পর বাবা-মা হলেন তাঁরা। দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন হাকশ রেখেছেন। যা তাঁদের উভয়ের নামের সমন্বয়ে গঠিত।বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ করেছিলেন যে অক্ষর প্যাটেল পিতৃত্বকালীন ছুটিতে থাকায় বর্ডার-গাভাসকর ট্রফির জন্য তাঁকে নির্বাচিত করা হয়নি। চলতি সিরিজের কোনও টেস্ট ম্যাচের জন্য সেই কারণেই অক্ষরকে দলে নেওয়া হয়নি।