নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বড়দিনেই কলকাতার বাসিন্দাদের জন্য এক সুখবর! শহরের রাস্তায় আর কল ড্রপের সমস্যা পোহাতে হবে না। কলকাতা পুরসভা এই প্রতিশ্রুতি দিয়েছে। কীভাবে? এয়ার ফাইবার প্রযুক্তির মাধ্যমে।
কলকাতায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা কতটা প্রকট এ কথা আমাদের সকলেরই জানা। একটু ভিড় বাড়লেই কল ড্রপ হয়ে যাওয়া, ইন্টারনেটের গতি কমে যাওয়া – এসব আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানের জন্যই কলকাতা পুরসভা এয়ার ফাইবার প্রযুক্তি চালু করতে চলেছে।
২০১৫-১৬ সালে কলকাতা শহরে ফুটপাথ খুঁড়ে অপটিক্যাল ফাইবার বসানো হয়েছিল। কিন্তু এই প্রকল্পটি তেমন সফল হয়নি। অনেক জায়গায় ফাইবারের তার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় নেটওয়ার্কের সমস্যা আরও বেড়ে যায়। এবার সেই সমস্যার সমাধানের জন্যই এয়ার ফাইবার প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ল্যাম্পপোস্ট, বিলবোর্ডে, বাস স্ট্যান্ড বা বহুতলের ওপরে এয়ার ফাইবারের টাওয়ার স্থাপন করা হবে। মূলত এই এয়ার ফাইবারের কাজ হল মোবাইল ফোনের সিমকে সক্রিয় রাখা। এই টাওয়ারগুলি থেকে ওয়াই-ফাই সিগন্যাল পাঠানো হবে, যা মোবাইল টাওয়ারের সঙ্গে সংযুক্ত হবে। ফলে, মোবাইল নেটওয়ার্কের কভারেজ বৃদ্ধি পাবে এবং কল ড্রপের সমস্যা অনেক কমে যাবে।
কলকাতা পুরসভা রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে মিলে এই প্রকল্পটি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি সংস্থাকে এয়ার ফাইবার বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে।