বড়দিনে বিশেষ আয়োজন নিকো পার্কে

কলকাতা


নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
শীতের আমেজ গায়ে মেখে আট থেকে আশি বেড়িয়ে পড়েছেন বড়দিনের উৎসবে সামিল হতে। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে কলকাতার বিনোদন পার্কের অন্যতম বিনোদন পার্ক সল্টলেকের সেক্টর ফাইভের নিকো পার্ক। নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাজেশ রাইসিংঘানিয়া জানান, ‘সারা বছর ধরেই নিকো পার্কে কমবেশি বহু মানুষ আসেন কিন্তু ২৪ তারিখ থেকে বছরের প্রথম দিন পর্যন্ত বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই বিনোদন পার্কে এসে তাঁদের পরিবারকে নিয়ে এসে সময় কাটান।’


নিকো পার্কে ঢুকে দেখা গেল, সান্তা ক্লজ বাচ্চাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। অন্যদিকে, নিকো পার্কের আইকন শেরু বন্ধুদের নিয়ে ছোট ছোট বন্ধুদের সঙ্গে হিন্দি গান ও নাচে অংশ নেয়।
নিকো পার্কের এমডি নিউজ পোলকে জানান, ‘গত দু’দিন ধরে প্রায় ৬ হাজার মানুষ ঘুরতে এসেছেন আমাদের এই বিনোদন পার্কে। আজ অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে সকাল ৮টা ৩০মিনিট থেকে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে এই বিনোদন পার্ক। প্রায় ৮ হাজার মত মানুষ এই বিনোদন পার্কে আজ দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘুরতে এসেছেন। আমাদের কাছে সেই সব দর্শনার্থীদের মনোরঞ্জনের পাশাপাশি যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেই নজর দেওয়া হয়েছে। এর জন্য সব সময় নজরদারি চালাচ্ছে নিকো পার্কের বিশেষ নিরাপত্তা কর্মীরা।’


এছাড়াও বিধাননগর পুলিশের তরফে সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাচ্ছে সব সময়। অন্যদিকে, নিউজ পোলের সঙ্গে কথা বলে স্বয়ং শেরু। শেরু বলেন, ‘প্রত্যেক বছরের মত এ বছরেও বড়দিন উপলক্ষে বুধবার অর্থাৎ ২৫ ডিসেম্বর আমার বন্ধুদের নিয়ে এখানে পৌঁছেছি। বাচ্চাদের আনন্দ দিতে পেরে আমি খুবই আনন্দিত।’
নিকোপার্ক সূত্রে খবর, প্রত্যেকদিন শেরু নাচের ৩টি করে শোয়ের আয়োজন করা হয়েছে বিভিন্ন বয়সের মানুষদের জন্য। সব মিলিয়ে নিকো পার্কের ভেতরে রেস্টুরেন্টে লোভনীয় বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া এবং হরেক রকমের রাইডসে চড়া সব মিলিয়ে নিয়েই আজ ২৫ ডিসেম্বর বেশ বিন্দাসেই দিনটি উৎযাপন করলেন উৎসবপ্রেমী মানুষ।