নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রত্যেক মা বাবাই স্বপ্ন দেখেন তাঁর সন্তান একদিন বড় কিছু হবে। কেউ স্বপ্ন দেখেন ছেলে হবে ইঞ্জিনিয়ার, কেউবা চান ছেলে ডাক্তার হোক। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিংবা উকিল নয় । আমি রৌদ্র হব। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা পাঠ করে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের কাছে হাওড়ার ডোমজুড়ে ডোমজুড় চক্র মেধাদীপ।
ডোমজুড় চক্র থেকে ২৫ হাজার ছাত্রছাত্রীরা এই মেধাদীপ ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ছিল ৯০ টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ১ থেক ১০ এর মধ্যে পুরস্কার পেয়েছে ৪৬ টি। পাশাপাশি ৩৪৬ জন মেধা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে ।
ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৪ এর মেধাতালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার বিকেলে এই কথাই বললেন হাওড়ার জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ। তিনি এই তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আজকের দিনটি ছাত্রছাত্রীদের কাছে স্মৃতি হয়ে থাকবে। কারন এটি একটি গৌরবজ্জ্বল দিন ও ভবিষ্যতের প্রেরণা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বরুন চল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডোমজুড় চক্রের সভাপতি সুব্রত ঘোষ , চেয়ারম্যান ডিপিএসসি হাওড়ার কৃষ্ণ ঘোষ ।
অন্যদিকে, ডোমজুড় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত ঘোষ জানান, ডোমজুড়ে এই সমস্ত স্কুলে প্রায় সময় ছাত্রছাত্রীদের পঠনপাঠনে জোর দেওয়ার পাশাপাশি আলাদাভাবে ক্লাস নেওয়া হয়।