টাইগার হিলের প্রতিযোগী হতে চলেছে রাচেলা ভিউপয়েন্ট

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোরবেলা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। দার্জিলিং সফরের সময় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ থাকে এখান থেকে সূর্যোদয় দেখা। তবে এবার টাইগার হিলের প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছে আরেকটি জায়গা—রাচেলা ভিউপয়েন্ট।

উত্তরবঙ্গের কালিম্পং জেলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের অন্তর্গত ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত রাচেলা ভিউপয়েন্ট শীঘ্রই পর্যটকদের জন্য উন্মুক্ত হতে চলেছে। সংশ্লিষ্ট দফতরের মতে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ঘুমন্ত বুদ্ধের নৈসর্গিক দৃশ্য দেখা যায়, তা টাইগার হিলকেও প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। বর্তমানে পর্যটকদের জন্য রাচেলা ভিউপয়েন্ট পর্যন্ত গাড়ি করে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। লাভা থেকে নেওড়া নর্থ রেঞ্জের সামনের জঙ্গলপথ ধরে গাড়ি করে এখানে পৌঁছানো সম্ভব। যদিও এখনও রাস্তাটি পুরোপুরি উন্মুক্ত নয়, ট্রায়াল রান শুরু হয়েছে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের পক্ষ থেকে কিছু পর্যটকের গাড়িকে রাচেলা ভিউপয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাচেলা পিকের উচ্চতা টাইগার হিলের থেকেও বেশি। এটি ভুটান, সিকিম এবং পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে অবস্থিত। রাচেলা ডান্ডার কোর এলাকা বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র। যদিও ট্রেকিং করেই কোর এলাকায় পৌঁছানো যায়। আপাতত পর্যটকরা কেবল গাড়ি করে রাচেলা ভিউপয়েন্ট পর্যন্ত যেতে পারবেন।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, রাচেলা ভিউপয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের অভিজ্ঞতা রোমাঞ্চকর এবং স্বর্গীয়। তিনি বলেন, “যাঁরা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছেন, তাঁরাও রাচেলা ভিউপয়েন্টে এলে অবাক হবেন।” ডিএফও আরও জানান, রাচেলা ভিউপয়েন্ট কোর এলাকার বাইরে অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য জিপ সাফারির অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু পর্যটককে ট্রায়াল হিসেবে রাচেলা ভিউপয়েন্টে ঘোরানো হয়েছে। রাজ্য বন দফতর এরইমধ্যে এই নতুন ভিউপয়েন্টে পর্যটকদের যাওয়ার অনুমতি দিয়েছে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাচেলা ভিউপয়েন্টের সৌন্দর্য ও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য পর্যটকদের মন কাড়বে বলে আশা করছে বন দফতর। নেওড়া ভ্যালির এই নতুন আকর্ষণ টাইগার হিলের মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণের রোমাঞ্চ পেতে আগ্রহী পর্যটকদের জন্য এটি হতেই পারে এক নতুন গন্তব্য।