নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সুপ্রীম কোর্টের নির্দেশ মতো এবার থেকে কলকাতা পৌরসংস্থা থেকে বিল্ডিং প্ল্যানের সঙ্গে সিসি’র জন্য আবেদন জানাতেই হবে। বাড়ি নির্মাণের পর কমপ্লিকেশন সার্টিফিকেট বা সিসি ছাড়া মিলবে না জল, নিকাশি ও বিদ্যুৎ সংযোগ।
শুক্রবার পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং প্ল্যানের আবেদন করার সময়ই সিসি’র জন্য আবেদন করা অনিবার্য ঘোষণা করলেন মেয়র।
শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী বিল্ডিং আইনে নতুন সংযোজন করতে চলেছে কলকাতা পৌরসংস্থা। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান যে, সুপ্রীম কোর্টের নির্দেশ মতো বিল্ডিং প্ল্যানের সঙ্গে সিসি’র জন্য আবেদন অবশ্যই জানাতে হবে। যার ফলে ৯০ দিনে মধ্যে সেই ফাইল কার্যকর করতে হবে।
তবে কলকাতা পৌরসংস্থা বিল্ডিং বিভাগকে এই কাজ ১৫ দিনের মধ্যে কার্যকরী করতে হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর সিসি’র জন্য আবেদন করার পর কলকাতা পৌরসংস্থার আধিকারিকরা সেই নির্মিত বাড়ি পরিদর্শন করতে যাবেন। পরিদর্শনের সময় যদি তাঁরা বিল্ডিংয়ের কাজ অসমাপ্ত থাকলে তাঁরা সিসি দেবেন না।
এবার থেকে সিসি ছাড়া কোনও বাড়িকে বৈধও বলে মানা হবে না। তার জন্য বিপাকে পড়তে পারেন সেই বাড়ির মালিক। এছাড়া রেজিস্ট্রেশন করার সময়ে সমস্যা হতে পারে। এমন কী যদি সিসি না থাকে তাহলে পাওয়া যাবে না জলের লাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ।
কলকাতা পৌরসংস্থার তরফে এবার থেকে এই নতুন নিয়ম কার্যকরী করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে পরিষ্কার ইঙ্গিত দিলেন মেয়র ফিরহাদ হাকিম।