Midnapore: হাসপাতাল পরিদর্শনে জুন মালিয়া

জেলা রাজ্য স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই অবস্থায় হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া। চিকিৎসকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

মেদিনীপুর (Midnapore) মেডিক্যালের মাতৃমা বিভাগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যু এবং অসুস্থের ঘটনায় মাতৃমা বিভাগের চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। বাইরে থেকে প্রসূতিদের জন্য স্যালাইন ইনজেকশন কিনতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের তরফে ১৩ সদস্যের একটি কমিটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

হাসপাতাল পরিদর্শনে এসে এদিন জুন মালিয়া বলেন, ‘আমি মনে করি সরকারি চিকিৎসার ওপর আস্থা হারাবেন না সাধারণ মানুষ। একবার কিছু ঘটলে সেটা বদলানো সম্ভব নয়। আর এটা আমরাও কোনোভাবে বদলাতে পারব না। তবে এরকম ঘটনা যাতে আগামীদিনে আর না ঘটে তাই লিখিতভাবে দিদিকে আমি বিষয়টি জানাব।’

https://www.youtube.com/@newspolebangla

বিরোধীদের বক্তব্য নিয়ে তিনি বলেন,”এই সময় সকলের মধ্যে কিন্তু আমার বার্তা থাকবে লেটস মুভ ফরওয়ার্ড । যাতে সিস্টেমটা আরও বেটার হতে পারে । দিদির কাছে সব রিপোর্টটাই যাবে । আমি যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই ওনাকে লিখিতভাবে বিষয়টা দেব । আমার পর্যবেক্ষণে কী কী আছে এবং আরও ভালো কীভাবে হতে পারে ।”

মেদিনীপুর হাসপাতালের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ১৩ জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যারা গত শনিবার হাসপাতালে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে সেই সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন । রবিবার অসুস্থ প্রসূতিদের খোঁজ খবর নিয়ে তিনি বলেন,”অসুস্থ প্রসূতিদের চিকিৎসা চলছে । তবে এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম পাঠিয়েছিলেন । সেই টিমের রিপোর্ট দেখে তিনি কড়া অ্যাকশন নেবেন ৷ তা দু-একদিনের মধ্যেই সাংবাদিকদের প্রেসমিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।”

মেডিক্যালের মাতৃমা বিভাগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যু এবং অসুস্থের ঘটনায় মাতৃমা বিভাগের চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। বাইরে থেকে প্রসূতিদের জন্য স্যালাইন ইনজেকশন কিনতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের তরফে ১৩ সদস্যের একটি কমিটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মেডিক্যালের মাতৃমা বিভাগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যু এবং অসুস্থের ঘটনায় মাতৃমা বিভাগের চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে।