স্যালাইনকাণ্ডে জন্মের পরই মাতৃহারা হয়েছে মামনি রুইদাসের সন্তান। এবার সন্তান হারালেন স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তান। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু হয়েছে । জন্মের পর থেকে SNCU-তে ভর্তি ছিল নবজাতক। এই প্রেক্ষাপটে সোমবার মেদিনীপুর Midnapore মেডিক্য়ালের তরফে একটি নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয়, PGT বা জুনিয়র চিকিৎসকরা একা কোনও সার্জারি করতে পারবেন না।
Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর
স্যালাইন-কাণ্ডে মৃত ও অসুস্থ প্রসূতিদের সন্তানেরা এবার একে একে অসুস্থ হয়ে পড়ছে ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতি মিনারা বিবির সদ্যজাত সন্তানকে পাঠাতে হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে । অন্যদিকে, মৃত প্রসূতি মামণি রুইদাসের সন্তানও ভর্তি মেদিনীপুর Midnapore মেডিক্যাল কলেজে । শিশু বিভাগের প্রধানের দাবি, “মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
মেদিনীপুর মেডিক্যাল কলেজের অসুস্থ প্রসূতিদের পাশাপাশি এবার তাঁদেরই একজনের সদ্যজাত সন্তানের পরিস্থিতিও সংকটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে ৷ জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পাঁচজন প্রসূতি ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ।
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য, নতুন বছরে জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি, রেখা সাউ ও নাসরিন খাতুন নামে পাঁচজন প্রসূতি ৷ ঘটনার একদিন পরেই মৃত্যু হয় মামণির । এরপর জল অনেকদূর গড়ায় । পরবর্তীকালে মৃত্যু হয়েছে রেখা সাউয়ের পুত্রের । ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মামণি রুইদাসের অসুস্থ ছেলে । এরপর ভর্তি হয় মিনারা বিবির পুত্রসন্তান । সেই সন্তানের অসুস্থতা বাড়লে তাকে কলকাতায় রেফার করা হয় ।