কেমন আছেন সইফ ?

অপরাধ বিনোদন

নিউজ পোল ব্যুরো : সাতসকালেই ঘটে যায় পতৌদি পরিবারে এক দুর্ঘটনা। মধ্যরাতে বাড়িতে ঢুকে সইফ আলী খানের ওপর হামলা করে এক আততায়ী। এর ফলে গুরুতর আহত হয়েছেন অভিনেতা। সইফের টিমের তরফ থেকে জানানো হয়, নিজের বাড়িতেই অভিনেতার ওপর হামলা হয়। তিনি এখন লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিনেতা এখন কেমন আছেন এই প্রশ্নে অভিনেতার টিম জানান, তাঁর অস্ত্রোপচার চলছে। তাঁরা সংবাদমাধ্যমকে জানান, আপাতত কোনরকম তাড়াহুড়ো না করতে। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তাই এই বিষয় নিয়ে কিছু বলতে নারাজ তাঁর টিম। সূত্রের খবর এরমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছেন করিনা কাপুর ও করিশ্মা কাপুর।

মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর ও দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরের সঙ্গে থাকেন সইফ আলী খান। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ২:৩০ সময় বাড়িতে ঢোকার সময় অভিনেতার ওপর হামলা হয়। তারপরেই অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর চিকিৎসকদের থেকে জানা যায়, অভিনেতা এখন বিপদমুক্ত, চোট তেমন গুরুতর নয়। তবে তাঁর একটা অস্ত্রোপচার করা হবে। সূত্রের খবর এরমধ্যে বান্দ্রা পুলিশের কাছে এফআইআর জমা পড়েছে। তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

চিকিৎসকদের থেকে জানানো হয়, অভিনেতার গলায় ১০ সেন্টিমিটার ক্ষত ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠে ৩ ইঞ্চির মতো একটি ধারালো ছুরি গেঁথে ছিল। এখন অস্ত্রোপচার চলছে। পুলিশ এরমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। অভিনেতার বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সন্দেহভাজন ৩ কর্মচারীকে আটক করেছে ক্রাইম ব্রাঞ্চের দল। এই ৩ জন কর্মচারীকে সইফের বাসভবনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। ওই কর্মচারীদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনার সময় তাঁর স্ত্রী করিনা কাপুর বাড়িতে ছিলেন কিনা তা এখন স্পষ্ট নয়। মনে করা হচ্ছে ওই দিন রাতে করিনা কাপুর নিজের দিদি করিশ্মা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কারণ অভিনেতার ওপর হামলা হওয়ার কয়েক ঘন্টা আগে করিনা নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ভাগ করেন, যেখানে দেখা যায় করিনা, করিশ্মা, সোনম ও রিয়া একসঙ্গে সময় কাটাচ্ছেন।

সইফ আলী খান প্রথম নন এর আগে অনেক বলিউড তারকা হামলার শিকার হয়েছেন। কিছুদিন আগে অভিনেত্রী গওহর খানের লাইফ ইভেন্ট চলাকালীন তাঁর ওপর হামলা হয়।অভিনেতা আকাশ চৌধুরীর ওপরও হামলা হয়। অনুরাগীদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে সেলফি তোলার সময় তাঁর ওপর হামলা হয়। এখন প্রশ্ন উঠছে এতো নিরাপত্তা সত্ত্বেও তারকাদের ওপর এরকম হামলা চলছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?

দুষ্কৃতীর ছুরিতে অভিনেতা সইফ আলি খানের জখম হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুরে এক্স বার্তায় মমতা লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। আশা করি যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে, আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং সইফের গোটা পরিবারের পাশে।’