চোখের জলে শেষ বিদায়! ভাঙছে অর্পিতার স্বপ্নের বাড়ি

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙতে চলেছে অর্পিতার স্বপ্নের বাড়ি। ২০১৫ সালের ১৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পুরসভায় ট্যাক্সের টাকা দিতে না পারায় শেষে স্বপ্নের বাড়িকে বিদায় জানাতেই হল অর্পিতা মুখোপাধ্যায়কে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার সুবাদে একসময় খবরের শিরোনামে ছিলেন অর্পিতা। একসাথে জেলেও গিয়েছিলেন দুজনে, তবে বর্তমানে তিনি আর জেলবন্দী নন। মাকে হারানোর দুঃখের পরেই পান সুখবর। দুঃখ কমেছিল কারণ জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু এরই মাঝে ফের দুঃসংবাদ, হারাতে হচ্ছে নিজের বাড়িটিকে। এখন জমানো পুঁজি প্রায় শেষের পথে। এরই মধ্যে মিউটেশন হয়েছে বাড়িটির। এই বাড়ির চারতলার ফ্ল্যাটের তাঁর, যা ২০১৫ সালে ১৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন তিনি।


সম্প্রতি বাড়ির উত্তর পশ্চিম দিক হেলে যাচ্ছিল। তখনই প্রোমোটার নিজেই এসে বলেন, তিনি লিফটার সংস্থা নিয়ে আসবেন। প্রথমে রাজি না হলেও পরে ফ্ল্যাটের বাকি বাসিন্দারা সবাই রাজি হয়ে যাওয়ায় তিনিও রাজি হয়ে যান।
কিন্তু তাহলে এখন যাবেন কোথায়? মাথা গোঁজার আশ্রয় হারিয়ে আপাতত চিন্তায় রয়েছেন তিনি। শোনা যাচ্ছে আপাতত কিছুদিনের জন্য পাশের গলিতে অন্য আরেকটি বাড়িতে থাকবেন তিনি। পাশের গলির বাড়ির একতলায় একটি ঘর ভাড়া নিয়েছেন অর্পিতা। তবুও পুরানো স্মৃতি কি এত সহজে ভোলা যায়! তাই কান্না ভেজা চোখে বিদায় জানাচ্ছেন শেষ বেলায় নিজের ৯ বছরের বাড়িটিকে। আজ বৃহস্পতিবার কিভাবে দুরমুশ করে ভেঙে ফেলছে পুরসভা, তা শোকার্ত দৃষ্টিতে নির্বাক হয়ে শুধু তাকিয়ে দেখলেন তিনি।