কুকুর কেটে খাসির মাংস, ধৃত যুবক

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: নিজের পোষা কুকুরকে কেটে তার মাংস বিক্রির অভিযোগে দীপ রায় নামে এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পানবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীপ রায় সম্পর্কে স্থানীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই তিনি তার পোষা কুকুরকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার গ্রামে সাপ্তাহিক হাট বসেছিল। অভিযোগ, ওই হাটেই নিজের পোষা কুকুরকে হত্যা করে তার মাংস বিক্রি করার চেষ্টা করেন দীপ। স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয় কারণ দীপকে এমন কাণ্ড করতে দেখে তাঁদের স্বাভাবিক মনে হয়নি। তাঁর দোকানের সামনে রাখা মাংস দেখে স্থানীয়দের আরও সন্দেহ জাগে। খাসির মাংস বলে দাবি করলেও, কুকুরের মাথা ও ছাল দোকানে সাজানো ছিল। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। এই ঘটনা দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে দীপকে আটক করে থানায় নিয়ে যায়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, “অভিযুক্তকে হাতেনাতে ধরেছে পুলিশ। বিষয়টি এরিইমধ্যে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তাঁদের নির্দেশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনার নিন্দা জানিয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন, “এটি একটি অমানবিক ঘটনা! অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত।” অন্যদিকে, ময়নাগুড়ির পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান, “এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আজ সে তাঁর নিজের পোষ্য কুকুরকে হত্যা করেছে। এই গ্রামে প্রচুর ছোট বাচ্চা রয়েছে যারা রাস্তায় খেলে বেড়ায়। ভাগ্যিস তাদের কোন ক্ষতি করেনি। এই ব্যক্তির বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিক পুলিশ। তাঁকে সুচিকিৎসা দেওয়ার দাবিও আমরা জানাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।