নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। প্রেসিডেন্সি জেলে সন্ধি থাকা অবস্থায় তাকে ভর্তি করা হল হাসপাতাল। জানা গেছে তাঁর বুকে ব্যথা হচ্ছে। অনেকেরই আশঙ্কা তিনি প্যানিক অ্যাটাক শিকার। বৃহস্পতিবার রাতেই আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি । সঙ্গে সঙ্গে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর তার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে চিঠি পাঠিয়ে মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে তবে আগামী দিনে হাসপাতালের ডাক্তার তার রাই চিকিৎসা করবেন নাকি তাকে SSKM এ নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।
উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী স্বয়ংসাথা ইডির তরফে দায়ের করা মামলা অন্য আদালতে মামলা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিচারপর্ব। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আদালতে সাক্ষ্যগ্রহণ পর্বে উপস্থিতি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে জেলে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত ইডির দায়ের করা এই মামলায় এরই মধ্যে শর্তসাপেক্ষে পার্থর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়।
আর তার আগেই চার্জ গঠন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহণের নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের এই নির্দেশ পাওয়ার পরেই নিম্ন আদালতে চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সাক্ষুদের বয়ান সংগ্রহের কাজ। আগামী সোমবার পরবর্তী সাক্ষীগ্রহণ পর্ব রয়েছে এরইমধ্যে রেশন দুর্নীতির মামলায় দীর্ঘ ,১৪ মাস জেলে কাটানোর পর ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু প্রান্তন শিক্ষামন্ত্রী তারও থেকে জেলবন্দী অবস্থায় রয়েছেন এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পেয়ে জেল মুক্তির কথা শোনার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের এই প্যানিক অ্যাটাক মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।