Purulia: এবার রাইকায় চিতাবাঘ !

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের পুরুলিয়ার (Purulia) রাইকা পাহাড়ে হদিশ মিলল চিতাবাঘের। সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের অধীনে জিনাতকে আটক করার সময় রাইকা পাহাড়ে চিতাবাঘের পদচিহ্ন পাওয়া যায়। বনদফতরের তরফে মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসীরা কেউ জঙ্গলে প্রবেশ না করেন।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

প্রথমে বনদফতরের সন্দেহ হলেও পরে তা নিশ্চিত হয়। কারণ সেখানে কয়েকটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। আর এটি চিতাবাঘের হামলা বলেই জানিয়েছে বনদফতর। রাইকা পাহাড়ে চিতাবাঘকে যাতে ক্যামেরাবন্দি করা যায় সে বিষয়ে কংসাবতী দক্ষিণ বনবিভাগ তৎপর। পুরুলিয়ার (Purulia) রাইকা পাহাড়ের উচ্চতা ১ হাজার ৫৪৪ ফুট। যা প্রায় আড়াই হাজার হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। এর আগেও ট্র্যাপ ক্যামেরার মাধ্যমেই রাইকা পাহাড়ে নেকড়ের দেখা মিলেছিল। এই জঙ্গলে হায়নাও আছে বলে জানিয়েছেন বনদফতর। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিতে কংসাবতী দক্ষিণ বনবিভাগ খুশি। তবে হঠাৎই রাইকা পাহাড়ের জঙ্গলে বিরল প্রজাতির বন্যপ্রাণের হদিশ মেলায় আতঙ্কিত এলাকার মানুষ। ভয়ে গ্রামবাসীরা আর জঙ্গলে যাচ্ছেন না ।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

তবে জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনের রুটিরুজি বন্ধ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বনদফতরের কর্মীরা। ২০২৫সালে ২০ জুন একটি চিতাবাঘ বনাঞ্চলে প্রবেশ করায় স্থানীয়রা তাকে হত্যা করেছিল। আটের দশকেও জয়পুরের পুনদাঘ এলাকায় চিতাবাঘ এসেছিল কিন্তু তখন চিতাকে ঘিরে মানুষজনের ক্ষোভ তৈরি হয়নি। গ্রামবাসীরা মনে করেছিলেন এই চিতা জঙ্গলে একটি বাড়ি পাবে। রাইকা পাহাড়ের জঙ্গলেও এই ছবি দেখার চেষ্টায় দক্ষিণ কংসাবতী বনবিভাগ।

https://www.youtube.com/@newspolebangla

ফের পুরুলিয়ার (Purulia) রাইকা পাহাড়ে হদিশ মিলল চিতাবাঘের। সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের অধীনে জিনাতকে আটক করার সময় রাইকা পাহাড়ে চিতাবাঘের পদচিহ্ন পাওয়া যায়। বনদফতরের তরফে মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসীরা কেউ জঙ্গলে প্রবেশ না করেন।

প্রথমে বনদফতরের সন্দেহ হলেও পরে তা নিশ্চিত হয়। কারণ সেখানে কয়েকটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। আর এটি চিতাবাঘের হামলা বলেই জানিয়েছে বনদফতর। রাইকা পাহাড়ে চিতাবাঘকে যাতে ক্যামেরাবন্দি করা যায় সে বিষয়ে কংসাবতী দক্ষিণ বনবিভাগ তৎপর। পুরুলিয়ার (Purulia) রাইকা পাহাড়ের উচ্চতা ১ হাজার ৫৪৪ ফুট। যা প্রায় আড়াই হাজার হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। এর আগেও ট্র্যাপ ক্যামেরার মাধ্যমেই রাইকা পাহাড়ে নেকড়ের দেখা মিলেছিল। এই জঙ্গলে হায়নাও আছে বলে জানিয়েছেন বনদফতর। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিতে কংসাবতী দক্ষিণ বনবিভাগ খুশি। তবে হঠাৎই রাইকা পাহাড়ের জঙ্গলে বিরল প্রজাতির বন্যপ্রাণের হদিশ মেলায় আতঙ্কিত এলাকার মানুষ। ভয়ে গ্রামবাসীরা আর জঙ্গলে যাচ্ছেন না ।