Desun Hospital: স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত, ডিসানে চালু হল হেলিপ্যাড

breakingnews কলকাতা রাজ্য শহর স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মধ্যে প্রথম এবং একমাত্র হাসপাতাল যেখানে রয়েছে ছাদে হেলিপ্যাড, আজ শুক্রবার তারই উদ্বোধন হল কলকাতায়। শুক্রবার দুপুরে প্রথমবার একটি হেলিকপ্টার সফলভাবে এই উঁচু ভবনের ছাদে তৈরি হেলপ্যাডে অবতরণ করল। এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে বেহালা ফ্লাইং ক্লাব থেকে উড়ান শুরু করে অগাস্টা ১০৯ এসপি হেলিকপ্টারটি। দক্ষ পাইলট ক্যাপ্টেন ইন্দ্রনীল ভট্টাচার্যের নিয়ন্ত্রণে এবং কো-পাইলট ক্যাপ্টেন সঞ্জীব শর্মার সহায়তায় তা নিরাপদে ডিসান হাসপাতালের (Desun Hospital) ছাদে অবতরণ করে। হাসপাতালের ছাদের হেলিপ্যাডটি ‘উত্তর অক্ষাংশ ২২.৩০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৮৮.১১ ডিগ্রি’ বরাবর অবস্থিত, ৫২.৪৫ মিটার উচ্চতায়। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপক সরঞ্জাম এবং প্রয়োজনীয় গিয়ার দিয়ে এটি প্রস্তুত ছিল যাতে অবতরণ নির্বিঘ্ন হয়।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসান হাসপাতাল (Desun Hospital) চলতি বছরের ১৪ জানুয়ারি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) থেকে এই বিষয়ে চূড়ান্ত অনুমতি পায়। পরীক্ষামূলক অবতরণের জন্য ডিজিসিএ অনুমোদিত সংস্থা ওএসএস এয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ফ্লাইটটি পরিচালনা করে, যার সঙ্গে ডিজিসিএ-র একজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। ডিসান হাসপাতাল সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল অনুযায়ী ফ্লাইট প্ল্যান এবং অবতরণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে (এএআই) আগাম তথ্য জমা দেয়।

ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, শ্রী সজল দত্ত বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। ছাদের ওপর হেলিপ্যাড থাকায়, আমরা জরুরি পরিস্থিতিতে গুরুতর অসুস্থ রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারব। পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের অন্যান্য অংশ থেকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট প্রয়োজন এমন রোগীদের জন্য এটি জীবনদায়ী প্রমাণিত হবে। পরীক্ষাটি সফল হওয়ায় আমরা এখন এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করতে প্রস্তুত।’

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

তিনি আরও জানান, ‘ডিজিসিএ-এর সঙ্গে পরামর্শ করেই কলকাতা হাসপাতালের নতুন ভবনের নকশা ও পরিকল্পনা করা হয়েছিল, যার ওপরে এই হেলিপ্যাড নির্মিত। এই হেলিপ্যাড নির্মাণ ছিল যথাযথ প্রকৌশল ও শক্তিশালী নির্মাণশৈলীর একটি নিদর্শন। আমরা শুধু বলতে চাই, জীবন-মৃত্যুর জরুরি মুহূর্তে প্রতিটি সেকেন্ড মূল্যবান। ডিসান এখানে সেরা স্বাস্থ্যসেবার দ্রুত ও সহজলভ্য প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রস্তুত।’