চুপিচুপি বিয়ে সারলেন জনপ্রিয় গায়ক

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো: চুপিচুপি বিয়ে সারলেন জনপ্রিয় গায়ক বলিউডের খ্যাতনামা গায়ক দর্শন রাভাল বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁর দীর্ঘদিনের বান্ধবীর ধারাল সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। তিনি নিজেই সোশাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। দর্শন রাভাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশন দিয়েছেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’। এই ছবিতে তার অনুরাগীরা প্রশংসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।

দর্শন তাঁর ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু মুহূর্ত পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। দর্শন ও তাঁর স্ত্রী ধারাল সুরেলিয়ার বন্ধুত্ব থেকে তাদের প্রেম আর তারপর বিয়ে। দর্শনের স্ত্রী ধারাল সুরেলিয়া পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি একজন প্রফেশনাল ডিজাইনার ও উদ্যোক্তা। দর্শন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে একটি হৃদয়গ্রাহী ক্যাপশন লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল’। তাঁর এই পোস্টটি ভক্তদের মন কেড়েছে। তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। তাঁর ভক্তদের মধ্যে অবশ্য উত্তেজনাও সৃষ্টি হয়েছে, কারণ হঠাৎ করেই বিয়ের খবর জানিয়েছেন দর্শন। দর্শন বিয়ের জন্য বেছে নিয়েছিলেন প্যাস্টেল রঙের শেরওয়ানি ও ধারাল সুরেলিয়াকে দেখা যায় লাল রঙের লেহেঙ্গা সঙ্গে মানানসই গয়না।

উল্লেখ্য, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, এর মতো বেশ কয়েকটি হিট সিনেমায় গান গেয়েছেন। ‘মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য ছবিতেও কন্ঠ মিলিয়েছেন।