সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার নাবালকের মৃতদেহ

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির চাঁপদানীর নর্থব্রুক জুটমিল থেকে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে এক ১৫ বছরের নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মহঃ মুক্তার নামে এক ব্যক্তির ছেলে মহঃ রেহান, যার বাড়ি কে বি এম রোডে, গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে তিন দিন পর, রবিবার জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে রেহানের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।

মৃতদেহে পচন ধরায় তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ শনাক্ত করেন রেহানের বাবা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার দিন বিকেলে রেহান তার তিন বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিল। প্রথমদিকে বন্ধুরা কিছুই জানায়নি। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ এবং চাপ সৃষ্টি করলে তারা জানায়, রেহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। মৃত শিশুর পিসি রুকসানা খাতুন বলেন, ‘১৬ তারিখ থেকে নিখোঁজ ছিল রেহান। সে তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। বন্ধুরা জানত, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়েছে, কিন্তু তারা কিছু জানায়নি। রবিবার রেহানের বন্ধুদের চেপে ধরতেই তারা পুরো ঘটনা বলে। রেহানের বাবা ওই জুটমিলে কাজ করতেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা আমরা জানতে চাই।’

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ‘কিশোর নিখোঁজ থাকার বিষয়টি আগে থেকেই আমাদের নজরে ছিল। কীভাবে তার মৃত্যু হল, তা তদন্ত করে দেখা হবে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কাউন্সিলর অরুণ মিশ্র সহ প্রতিবেশীরা থানায় গিয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।