Sealdah Court: ২ টো ৪৫-এ সাজা সঞ্জয়ের

breakingnews অপরাধ দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৬২ দিন পর আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা নগর ও দায়রা আদালত (Sealdah Court)। সোমবার সকাল ১০ টা ৪২ মিনিটে প্রেসিডেন্সি কারাগার থেকে সঞ্জয় রাইকে নিয়ে আসা হয় আদালতে (Sealdah Court)। ১২ টা ৩৪ মিনিট থেকে শুরু হয় সাজা ঘোষণার প্রক্রিয়া। ১২ টা ৫৭ মিনিটে এসে এজলাসে উপস্থিত হন বিচারক। এজলাসে এসেই কাঁদতে শুরু করে দেয় সঞ্জয়। মৃত্যুদণ্ড আটকাতে প্রথম থেকেই মরিয়া চেষ্টা চালায় সঞ্জয় রায়ের আইনজীবীরা।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

বিচারকঃ
আপনাকে কালকে বলেছিলাম ধর্ষণ এবং তার ঘরে ঘুম তার প্রেক্ষিতে মৃত্যু হয়েছে। আপনাকে শাস্তি পেতে হবে বলেছিলাম। এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে।

সঞ্জয় রাইঃ-
আমি কোনটাই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমায় কি ভাবে অত্যাচার করা হয়েছে তা বলে বোঝাতে পারবো না। যেখানে ইছে সই করিয়েছে আমাকে দিয়ে।
সিবিআই আমায় হেফাজতে নিয়ে মেডিকেল করাতে নিয়ে যায়। আমাকে সিবিআই নিয়ে গিয়ে কোন মেডিকেল পরীক্ষা করায় নি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এই অপরাধ করিনি। আমি শুধু কথা শুনেছি।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

বিচারকঃ-
আমার কাছে যা যা বলেছেন সে সব রেকর্ড আছে। আমার কাছে যা তথ্য প্রমাণ আছে তার থেকে সিদ্ধান্ত। বাড়িতে কে আছে?

সঞ্জয় রাইঃ-
মা

বিচারকঃ-
কেউ যোগাযোগ করেন।

সঞ্জয় রাইঃ-
না

বিচারকঃ-
আপনি কিছু বলতে চান?

সঞ্জয় রাইঃ-
চুপ

সিবিআইঃ
এটা এমন ঘটনা সারা বিশ্বে প্রভাব পড়েছে। হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসে সেখানে এই ধরনের ঘটনা। বাবা মা মেয়েকে হারিয়েছে। রেয়ারেষ্ট অফ রেয়ার কেস।