নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী আন্দোলনে সামিল হওয়া আসফাকুল্লা নাইয়া এক অন্যতম মুখ। পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসার অভিযোগ রয়েছে আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে। মেডিক্যাল কাউন্সিল থেকে তাকে সদ্য শোকজ করেছে বলে সূত্রের খবর। এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানা আসফাকুল্লা নাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল।
সূত্রের খবর, আসফাকুল্লা নাইয়ার বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের রামতনু নগর এলাকায় আসফাকুল্লার বাড়ি। সেখান থেকেও বেশ কিছু নথি নিয়ে যায় পুলিশ। ফের চলতি সপ্তাহের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এমনটাই মেইল করে জানানো হয়েছিল আসফাকুল্লাকে। কিন্তু আজ আসার কথা থাকলেও আসতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি। আইনজীবীর পরামর্শে আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য,ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে আসফাকুল্লার বিরুদ্ধে প্রথমে এই অভিযোগ তোলা হয়। সেখানে অভিযোগ করা হয় আসফাকুল্লা এমএস ইএনটি না হয়েও সেই পরিচয়ে প্র্যাকটিস করছিল যা নিয়মের বাইরে। বিষয়টি জানাজানি হতেই আসফাকুল্লার কাছে নোটিস পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। শোকজ করা হয় তাঁকে। আসফাকুল্লার বাড়িতে তল্লাশি চালানোর পরে বেশ কিছু নথি উদ্ধার করে পুলিশ। সেই নথির ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মেইল করে ডেকে পাঠানো হয়। কিন্তু আজ আসার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।