নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিনই মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও তা বারাসত, আবার কখনও কলকাতা স্টেশনেই থেমে যায়। এ ভাবে দীর্ঘদিন ধরে মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা।
সপ্তাহের কর্ম ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে বিপাকে পড়তে হয় যাত্রীদের। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলার পরে ঘটনাস্থলে আসে জিআরপি। প্রথমে তাঁদের বুঝিয়েও কাজ না হওয়ায় লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয় রেল পুলিশ। কয়েক জন বিক্ষোভকারীকে আটকও করা হয়। অবরোধ সরিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ ফের চালু হয় ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭টায় ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়। নিত্যযাত্রীদের দাবি, তাঁদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী সহ অফিস যাত্রীরা।
অন্যদিকে, অবরোধের জেরে লাইনের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং ও বন্ধ হয়ে যায়। যার জেরে যশোর রোডেও যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে।
রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ তারিখ অর্থাৎ আজ শুক্রবার দেব দীপাবলী উপলক্ষে বাবুঘাট ও বাজা কদমতলা ঘাটে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের জনসমাগম হবে। তাই নিরাপত্তার কারণে কলকাতা পুলিশ ও ট্রাস্ট ও রেলের তরফে এক যৌথ বৈঠকে চক্ররেলের যাতায়াত পথে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে বেশ কিছু লোকাল ট্রেন যা মাঝেরহাট স্টেশন পর্যন্ত যেত তার যাত্রা পথ সংক্ষিপ্ত করা হচ্ছে। যাত্রীরা তা না বুঝেই এই অবরোধ করায় ভোগান্তির শিকার হলেন অফিস যাত্রীসহ নিত্য যাত্রীরা।