আবাসের তালিকা থেকে বাদ গোটা গ্রাম

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাস যোজনার খাতায় বাদ গোটা একটি গ্রাম। আবাসের তালিকায় নাম নেই গোটা গ্রামের একটি মানুষেরও। আর সেখানেই গণ্ডগোল! পূর্বেও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প নিয়ে একাধিক বার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলগুলির তরফে অভিযোগ ওঠে বারবার। অন্যদিকে, আবার এই একই প্রকল্পকে নিয়েই বিস্তর অভিযোগ তোলা হয় রাজ্যের তরফ থেকেও। অবশেষে সব জল্পনার জট কেটে একটা সময় বলা হয় কেন্দ্রীয় সরকারের প্রয়োজন নেই, এবার রাজ্যই দেবে আবাসের টাকা। আর এবার সেখানেই প্রশ্ন! কি এমন ভুল যার জন্য মাশুল গুনতে হচ্ছে গোটা একটি গ্রামকে। বিরোধীদের তোলা এই অভিযোগই এখন বাংলার হট কেক।
ঘটনাটি রামপুরহাট ১নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রামের। অভাবের ছবিটা যেন দিনের আলোর মতো পরিস্কার হয়ে যায় এই গ্রামে ঢুকলেই।তবুও এই গ্রামে কারুরই নাম নেই রাজ্য সরকারের তৈরী আবাসের তালিকায়। অদ্ভুত হলেও এটাই সত্যি।
ছোট্ট একটা ভুল আর বাদ গোটা গ্রামের নাম। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের ওপর ভরসা করে দেশের অনেকেই সেই আবাস যোজনা প্রকল্প রূপায়িত হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল যে প্রান্তিক স্তরের সব মানুষেরই থাকবে নিজস্ব বাড়ি।
শুরু হয় আবাস যোজনা প্রকল্প। যদিও রাজ্য সরকার অভিযোগ করে বারবার প্রায় দু’বছর ধরে রাজ্যকে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, গ্রামে বহুদিন অভাব ছিল জিও ট্যাগিংয়ের। দীর্ঘদিন ধরে ইন্টারনেট না থাকায় বারেবারে অভিযোগ আনেন গ্রামবাসীরা। আর সেখানেই মূল বিপত্তি। ২০১৮ সালে আবাস যোজনা সমীক্ষার সময় জিও ট্যাগিং করাই যায়নি গোটা গ্রামে। যার জন্যই তালিকা থেকে বাদ গিয়েছেন সব গ্রামবাসীরা। ফলে যোগ্য হলেও বাদ পড়েছেন বহু অসহায় পরিবার। যদিও এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান চক্রান্ত আছে নাকি অসুবিধে সমস্তটাই দেখা হবে খতিয়ে। তবুও বিষয়টিকে নিয়ে স্বাভাবিকভাবেই চক্রান্তের গন্ধ খুঁজছেন অনেকেই। কিন্তু একটা গোটা গ্রাম যে এইভাবে আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়়ে যেতে পারে এটা হয়তো কেউই ভেবে উঠতে পারছেন না। এখন দেখার আদপেও এই গ্রামের মানুষেরা কি সত্যিই বাদ থেকে যাবেন নাকি প্রযুক্তির সাহায্য নিয়ে দেরীতে হলেও তাঁদের নাম সংযুক্ত হবে এই আবাসের তালিকায়?