নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১

অপরাধ আইন কলকাতা

নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন: বৃহস্পতিবার সাত সকালেই নিউটাউনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই নিউটাউনে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। আজও তেমনিই দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সন্তোষ ব্রহ্ম, বয়স(৫২)। চা খেতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা এক চার চাকা গাড়ি পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। ঘটনাটি ঘটেছে, নিউটাউন থানা এলাকার আনন্দ পল্লীতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধাক্কা মারার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চম্পট দেন চালক। ভোরবেলা এই ঘটনা ঘটায় কোনও অ্যাম্বুল্যান্সও পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
শহরে প্রতিনিয়ত বাড়ছে এই রকম পথ দুর্ঘটনা। সম্প্রতি সেই পথ দুর্ঘটনা রোধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন। তাঁর উদ্যোগে রাজ্যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি চললেও দুর্ঘটনা কমছে না। প্রায়ই চলে যাচ্ছে একেকটি প্রাণ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পরিবহন দফতর এক বৈঠকে বসে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু তা প্রয়োগ করার আগেই ঘটে চলেছে দুর্ঘটনা। ঘুম কেড়েছে প্রশাসনের।